Friday, July 11, 2025
Homeজাতীয়নেত্রকোনা সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করল বিএসএফ

নেত্রকোনা সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করল বিএসএফ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২১ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে আড়াপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হলে বিজিবির বিজয়পুর বিওপির সদস্যরা তাদের আটক করে।

আটক ২১ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ১৯ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের দিল্লির বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে এসব বাংলাদেশিকে চিহ্নিত করে ২৯ জুন একত্রিত করা হয়। এরপর ৯ জুলাই দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর থেকে বিমানযোগে তাদের আসাম আনা হয়। সেখান থেকে বিজয়পুর সীমান্ত দিয়ে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকা দিয়ে পুশইন করা হয়।

বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম কামরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর