মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ০৩ শতাংশে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২টায় সারাদেশে একযোগে ফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী, দিনাজপুর বোর্ড থেকে এ বছর মোট ১,৮২,৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,২২,১৪৬ জন এবং ফেল করেছে ৬০,৮৮৮ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে, জাতীয় পর্যায়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে গত বছর ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, চলতি বছরের ফলাফলে সারাদেশেই পাসের হার উল্লেখযোগ্য হারে কমেছে।
Facebook Comments Box