মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা মেডিকেল কলেজ মোড়ের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে অভিযানটি পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
অভিযানের সময় ফুটপাতের ওপর গড়ে ওঠা চায়ের দোকান, ফলের দোকান ও বিভিন্ন অস্থায়ী হোটেল অপসারণ করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান ফুটপাত দখল করে রাখায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল বলেন, “জনসাধারণের চলাচলের সুবিধার্থে মেডিকেল মোড় এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ফুটপাত হলো সাধারণ মানুষের হাঁটার জায়গা—এটি দখল করে রাখা যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ফুটপাতে অবৈধভাবে দোকান বসিয়ে চলাচলের পথ বন্ধ করে রাখা হয়েছিল। এতে পথচারীরা বাধ্য হয়ে রাস্তায় হাঁটতেন, ফলে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছিল। রাস্তায় সৃষ্টি হতো দীর্ঘ যানজট এবং বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকিও।
পথচারী সোহেল রানা নামের এক স্থানীয় যুবক বলেন, “প্রায়ই এখানে গাড়ির ধাক্কায় মানুষ আহত হতো। ফুটপাত দখলমুক্ত হওয়ায় আজ হাঁটতে অনেক ভালো লাগছে।”
দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ার পর অনেক দোকানি নিজ উদ্যোগে দোকান গুটিয়ে নেন। যাদের দোকান সরানো হয়নি, সেগুলো উচ্ছেদ করে ফুটপাত পরিষ্কার করে দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও শিগগিরই একই ধরনের অভিযান চালানো হবে।
জনসাধারণের চলাচলের জন্য সংরক্ষিত ফুটপাত ফিরিয়ে দিতে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।