Sunday, July 13, 2025
Homeজাতীয়জামালপুরে ১০ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী ফেল

জামালপুরে ১০ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী ফেল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
জামালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে জামালপুর জেলার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।

শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামালপুর সদর উপজেলার একটি, মেলান্দহ উপজেলার ৩টি, মাদারগঞ্জ উপজেলার ৩টি, ইসলামপুর উপজেলার একটি, সরিষাবাড়ী উপজেলার একটি ও বকশীগঞ্জ উপজেলার একটিসহ মোট ১০টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার মেলান্দহ উপজেলার ১নং দুরমুট ইউনিয়নের কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এম.এ মজিদ বালিকা বিদ্যালয় থেকে ৮ জন ও সরুলিয়া আহম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর কেউ উত্তীর্ণ হয়নি। ইসলামপুর উপজেলার সভারচর মডেল জুনিয়র স্কুলের ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।

এদিকে সরিষাবাড়ি উপজেলার চাপারকোনা মনজিলা বালিকা বিদ্যালয়ের ১০ জন পরীক্ষার্থীর কেউ উত্তীর্ণ হয়নি। বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ হোসনা ওসামানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিলে সেই পরীক্ষার্থীও ফেল করেছেন। এছাড়া জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি।

অন্যদিকে মাদারগঞ্জ উপজেলার তিনটি প্রতিষ্ঠান থেকে ৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই পরীক্ষায় অকৃতকার্য হয়। উপজেলার রাবেয়া রইস বালিকা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ৩ জন, নিশ্চিন্তপুর বালিকা দাখিল মাদরাসা থেকে ১০ জন এবং কে.পি.এইচ আদর্শ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল কিন্তু কেউই উত্তীর্ণ হয়নি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর