Home দিনাজপুর দিনাজপুর বোর্ডে ফেল ৬০ হাজার, বেশিরভাগই গণিতে

দিনাজপুর বোর্ডে ফেল ৬০ হাজার, বেশিরভাগই গণিতে

দিনাজপুর বোর্ডে ফেল ৬০ হাজার, বেশিরভাগই গণিতে
মোঃ আসতারুল আলম,দিনাজপুর প্রতিনিধিঃ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গণিত ও ইংরেজিতে ব্যাপক হারে শিক্ষার্থীদের ফেল করার চিত্র উঠে এসেছে। চলতি বছর বোর্ডে মোট ফেল করেছে ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে এককভাবে গণিতে ফেল করেছে ৪৭ হাজার ৫৬৩ জন এবং ইংরেজিতে ফেল করেছে ১৮ হাজার ১৫৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “হতে পারে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিত কিছুটা কঠিন হয়েছে। কারণ এই বিভাগের পাসের হার তুলনামূলকভাবে কম। শুধুমাত্র গণিতে ফেল করার কারণেই এ বছর বোর্ডের সামগ্রিক পাসের হার কমে গেছে।”

দক্ষ শিক্ষকের অভাব রয়েছে কিনা, এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, “বর্তমানে অদক্ষতার সুযোগ নেই। সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে।”

তিনি আরও বলেন, “গণিত ও ইংরেজিতে এত সংখ্যক ফেল করার কারণ খতিয়ে দেখা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের ফলাফল উন্নত হয়।”

এ বছর দিনাজপুর বোর্ডের আওতাধীন আটটি জেলার ২,৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১,৮২,২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১,২২,১৪৬ জন। পাসের হার ৬৭.৩ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ, মানবিক বিভাগে ৪৬.৫৬ শতাংশ এবং হিসাববিজ্ঞান বিভাগে ৬৮.৪০ শতাংশ।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here