ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পঞ্চগড় সদর উপজেলার এক তরুণ। নাম তার বাধন, বয়স আনুমানিক ২৩-২৪ বছর। এক সময়ের হাসিখুশি, মেধাবী এই তরুণ এখন দাঁতের টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে।
বাধনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ৩নং পঞ্চগড় ইউনিয়নের ডুডুমারী গ্রামের ৭নং ওয়ার্ডে। পিতা ময়নুল ইসলাম একজন দিনমজুর ভ্যানচালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সন্তানের চিকিৎসার পেছনে যা কিছু ছিল—জমিজমা, সঞ্চয়, এমনকি ধারদেনাও—সবই শেষ করে ফেলেছেন। এখন বাধনের চিকিৎসা শুধু সমাজের সহানুভূতির ওপর নির্ভরশীল।
দাঁতের টিউমার ধরা পড়ার পর বাধনের অপারেশন করা হয়। কিন্তু সেই টিউমার পরে ক্যান্সারে রূপ নেয়। বর্তমানে তাকে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে, যার প্রতিটি সেশনের খরচ পড়ে ১৫-২০ হাজার টাকা। ১ জুলাই কোনওরকমে একটি সেশন সম্পন্ন হলেও আগামী সেশন নির্ধারিত ২৩ জুলাই। কিন্তু এই মুহূর্তে পরিবারের হাতে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো অর্থ নেই।
এ অবস্থায় বাধনের জীবন রক্ষায় সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।
সাহায্য পাঠানোর বিকাশ নম্বর (পার্সোনাল): 01707-475306 (বাধনের পিতা)