Home নীলফামারী ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নুর ইসলাম নামে জনৈক ব্যক্তির বাড়িতে রাতের আধারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিমাতা ভাই উমর ফারুক গংদের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ ময়দান পাড়া এলাকার নুর ইসলামের বাড়িতে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নুর ইসলাম একই এলাকার মৃত আব্দুল্লাহ মামুদের ছেলে।

নুর ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে জমি নিয়ে বিরোধের জেরে আমার বিমাতা ভাই উমর ফারুখ,আশিকুল ইসলাম ও তাদের ছেলেসহ ২০/২২ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি,সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে আমার বাড়িতে প্রবেশ করে বাড়ির চাটি, বেড়া ভাঙচুর করতে থাকে। শব্দ শুনে আমি ঘরের বাইরে এসে দেখি তারা আমার ঘর,দুয়ার ভাঙচুর করছে।এসময় আমি টর্চ লাইট মারলে তারা আমাকেসহ আমার পরিবারের লোকদের প্রাণনাশের হুমকি দেন।এ সময় তারা আমার ঘরে আমার স্ত্রী ও সন্তানদের গহনা ও টাকা চুরি করে। সেইসাথে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়। নুর ইসলাম আরো বলেন, এর আগে ফেব্রুয়ারি মাসে উমর ফারুখগং আমার জমি দখল করা ও আমাকে মেরে ফেলার জন্য বাইরের জেলা থেকে লোক নিয়ে এসে আমাদের উপর হামলা করে। সেই সময় স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় সোপর্দ করেছিলো। নুর ইসলামের মেয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, তাদের অত্যাচারে আমরা বাড়ির বাইরে বের হতে পারি না। বাইরের লোকজন নিয়ে এসে তারা আমাদের হুমকি দেয়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। তিনি এই বিষয়ে থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

ডোমার থানার এসআই কাওসার আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here