Tuesday, July 15, 2025
Homeরাজনীতিঅন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না : জাপা মহাসচিব

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না : জাপা মহাসচিব

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না।’

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ায় দ্য স্কাই ভিউ জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এনসিপির সঙ্গে এই সরকারের সম্পর্ক আছে। এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ গোছানো হয়েছে।
ফলে নির্বাচনে এনসিপিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে।’

জাপা মহাসচিব বলেন, ‘সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মবের কারণে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট হচ্ছে। একই সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারায় নিবন্ধিত দলগুলো রাজনৈতিক মিটিং-মিছিল করতে পারছে না।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা ও সুশাসন দিতে পারবে। বাংলাদেশে ২২ লাখ নতুন চাকরি হারিয়ে গেছে। ২৮ লাখ লোক হতদরিদ্র হয়েছে। জাতীয় পার্টি এ বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেবে। মানুষ কিভাবে চাকরি পাবে, নিরাপদে থাকবে সেই ব্যবস্থা নিশ্চিত করবে জাতীয় পার্টি।’

মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সঙ্গে বেঈমানি করেছেন। এ কারণেই জাতীয় পার্টি সাতবার ভাঙছে। কিন্তু তৃণমূল নেতাকর্মীরা সব সময় জাতীয় পার্টির সঙ্গেই ছিলেন। তারা কখনোই জাতীয় পার্টির মূল স্রোতের বাইরে যাননি।’

তিনি আরো বলেন, ‘২০১৪ থেকে ২০২৪ আমরা স্বাভাবিক গণতন্ত্র বলতে পারিনি। এই অস্বাভাবিক গণতন্ত্রে আমরা যে ভোটের ফলাফল করেছি, তা টু রিফ্লেকশন না। আমরা অস্বীকার করি না আমাদেরও সিদ্ধান্তের কিছু ভুল ছিল। আমরা জনগণের হত্যাকাণ্ডে কখনো সায় দিইনি। কোন লাগ স্কেল দুর্নীতি করিনি। আমাদের কারো বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ নেই। কোনো চাঁদাবাজিও আমরা করি নাই। সঠিক রাজনীতি জনগণের সামনে তুলে ধরব।’

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় পার্টির রংপুর মহানগর শাখার সভাপতি সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ জেলা ও মহানগরের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর