Home গাইবান্ধা গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপন

গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপন

গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপন

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী বাছাই, প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ।

দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল‌ ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, সদর উপজেলা মেডিকেল অফিসার শর্মিষ্টা রাণী বর্মণ, সদর পুলিশ ফারির ইনচার্জ বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. আতিকুর রহমান খান।

জেলার সাত উপজেলা থেকে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। শেষে প্রধান অতিথি ওই ৪ শ্রেষ্ঠ কর্মী ও ৫ প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here