Friday, July 18, 2025
Homeক্যাম্পাসশহীদ আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি

শহীদ আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

খালিদ ইবনে আহসান, ক্যাম্পাস প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৬ জুলাই সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। গত বছরের এই দিনে, ২০২৪ সালের ১৬ জুলাই, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শোক র‍্যালির সূচনা হয়।

শহীদ আবু সাঈদের স্মরণে আয়োজিত এই র‍্যালিতে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকত আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ। এছাড়াও সকল বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ব্যানার নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে নগরীর মর্ডান মোড় হয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। পুরো র‍্যালি জুড়ে ‘শহীদ আবু সাঈদ’–এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।”লাল সবুজের পতাকায়, সাঈদ তোমায় দেখা যায়”, ” আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” সহ আরও নানা স্লোগানে মুখরিত হয় পুরো র‍্যালি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। অধিকার আদায়ের এই আন্দোলনে অসম সাহসের সাথে পুলিশের গুলির সামনে বুক পেতে দেন তিনি। আজ আবু সাঈদ দেশবাসীর নিকট এক চেতনার নাম। তার বীরগাথাকে স্মরণ করতে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক র‍্যালি ছাড়াও আলোচনা সভাসহ আরও নানা কর্মসূচি গ্রহণ করেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর