Friday, July 18, 2025
Homeঠাকুরগাঁওগোপালগঞ্জে এনসিপি'র সমাবেশে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় মানুষ হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় তাদের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জেলা ওলামা মাশায়েখ এর সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তুজাবি, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।

আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সোলায়মান হোসেন , পৌর কর্মপরিষদ সদস্য আব্দুল হাকিম জিহাদী, সদর উপজেলা আমীর, মাওলানা মিজানুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মোঃ আদিউল ইসলাম, পৌর আমীর অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম, পৌর সেক্রেটারি মোঃ জুবায়ের আর মাসুম।

সেখানে বক্তারা বলেন গোপালগঞ্জে এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে মানুষ হত্যা করেছে প্রশাসনের গাড়ি পুড়িয়ে দিয়েছে তাদেরকে খুঁজে বের করে করতে হবে। সেই সাথে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর