Sunday, July 20, 2025
Homeপঞ্চগড়৯ মাসেও শেষ হয়নি ১ কিলোমিটার রাস্তার কাজ, ১ কোটি টাকার বিল...

৯ মাসেও শেষ হয়নি ১ কিলোমিটার রাস্তার কাজ, ১ কোটি টাকার বিল অনুমোদন; স্থানীয়দের ক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই আরএন্ডএইচ-সিপাইপাড়া রোড হয়ে কাশিমগঞ্জ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি পাকা সড়ক প্রকল্প বাস্তবায়নের চিত্রে হতবাক এলাকাবাসী। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রকল্প ৯ মাস পেরিয়ে গেলেও এখনো অর্ধসমাপ্ত। অথচ প্রকল্পের নামে ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে ১ কোটি টাকারও বেশি বিল।

সরেজমিনে দেখা গেছে, কাগজে-কলমে কাজ সম্পূর্ণ দেখানো হলেও বাস্তবে সড়কটির বড় অংশ জুড়ে শুধু বালি ও খোয়ার স্তর। প্রায় ২০০ মিটার এলাকায় কোনো কাজই হয়নি। এলজিইডির পক্ষ থেকে প্রকল্পটি পরিদর্শন ছাড়াই বিল অনুমোদনের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বোদা উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মোতাহার এন্টারপ্রাইজ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (জিডিডিআইআরডিপি)-এর আওতায় এটি ১ কোটি ৭ লাখ ৭১ হাজার টাকার প্রাক্কলন অনুযায়ী শুরু হয়, চুক্তিমূল্য ১ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা। অভিযোগ রয়েছে—কাজে রয়েছে চরম গড়িমসি, অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহার।

অভিযোগ রয়েছে, প্রকল্পটির সঙ্গে জড়িত সার্ভেয়ার জয়নাল আবেদীনের অধীনে থাকা বেশিরভাগ কাজেই অনিয়ম বেশি। বিল অনুমোদনের ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন একাধিক স্থানীয় সূত্র।

তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী ছুটিতে থাকাকালে ১৭ থেকে ১৯ জুন পঞ্চগড় সদরের প্রকৌশলী রমজান আলী সাময়িক দায়িত্বে ছিলেন। এই তিন দিনের মধ্যেই তিনি সাইটে না গিয়ে তিনটি প্রকল্পের বিল অনুমোদন করেন। তার ভাষ্য, “আইবাস (iBAS++)-এ সময়সীমা শেষ হয়ে যাচ্ছিল, তাই বিল অনুমোদন করতে হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী বলেন, “আমি তখন আইসিইউতে ছিলাম, দায়িত্বে ছিল অন্য প্রকৌশলী।” এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান দাবি করেন, এটি চূড়ান্ত বিল নয় এবং আইবাসের টেকনিক্যাল কারণে বিল দেওয়া হয়।

এদিকে তেঁতুলিয়ার ইউএনও আফরোজ শাহীন খসরু জানান, “বিষয়টি আগে জানতাম না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর