মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামে এক ভ্যানচালকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য আনুমানিক দুই লাখ পঁইত্রিশ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ২টা থেকে ৫টার মধ্যে মনাহার ইসলাম নামে এক ভ্যানচালকের গোয়ালঘরের তালা ভেঙে দুটি ষাঁড়, একটি দেশি জাতের গাভীন গরু এবং একটি অস্ট্রেলিয়ান জাতের গরু নিয়ে যায় চোরেরা।
ভোরে গোয়ালঘরে গিয়ে ঘটনা টের পান মনাহারের মা জাহানারা বেগম। তালা ভাঙা অবস্থায় দেখে ভেতরে ঢুকে গরুগুলো না পেয়ে চিৎকার দেন। স্থানীয়রা ছুটে এসে আশপাশে খোঁজ করলেও গরুর কোনো সন্ধান মেলেনি।
মনাহার ইসলাম বলেন, “রাত একটার পর আমরা ঘুমিয়েছি। চুরিটা রাত আড়াইটা থেকে পাঁচটার মধ্যে হয়েছে মনে হয়। আমার জীবনের সব সঞ্চয় ছিল এই গরুগুলোতে। এখন আমি নিঃস্ব। থানায় অভিযোগ দিয়েছি, দেখি পুলিশ কী করে।”
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, “অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।