Sunday, July 20, 2025
Homeপঞ্চগড়ভেদাভেদ ভুলে সব দলকে এক হয়ে ফ্যাসিবাদ রুখতে হবে : ফরহাদ হোসেন...

ভেদাভেদ ভুলে সব দলকে এক হয়ে ফ্যাসিবাদ রুখতে হবে : ফরহাদ হোসেন আজাদ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
“ভেদাভেদ ভুলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে”—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানেরহাট এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। পঞ্চগড়ের প্রথম শহীদ আবু ছায়েদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে বোদা উপজেলা বিএনপি।

ফরহাদ হোসেন আজাদ তার বক্তব্যে বলেন,
“ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে। এ লড়াইয়ে দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি, সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।”

আবু ছায়েদের শহীদ হওয়ার দিনটির স্মৃতি তুলে ধরে ফরহাদ আজাদ বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় পুলিশের গুলিতে শহীদ হন আবু ছায়েদ। সে সময় আমি ঢাকায় অবস্থান করছিলাম। নিহতের পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে নিশ্চিত হই, তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে। পরে আমরা নিজ উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তার মরদেহ বাড়িতে নিয়ে আসি। তখন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানাজা ও দাফনেও বাধা দেন। বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই শহীদকে দাফন করেন।”

দোয়া মাহফিলে শহীদ আবু ছায়েদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে শহীদের ছেলে মামুন ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ আবু ছায়েদের স্ত্রী মাজেদা খাতুন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রধানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর