হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় পুলিশের পৃথক অভিযানে ১০ রাউন্ড গুলিসহ একটি ১২ বোরের বন্দুক উদ্ধার করেছে পীরগাছা থানা পুলিশ। অস্ত্র বহন এবং ভুয়া লাইসেন্স রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে একটি ১২ বোরের বন্দুক, ৫ রাউন্ড গুলি ও কথিত ভূয়া লাইসেন্সসহ দুইজনকে আটক করে পীরগাছা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ মহদীপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে আল-আমিন (৩০) এবং শংকরপুর এলাকার নছিম উদ্দিন মাষ্টারের ছেলে রেজাকুল ইসলাম তুহিন (৪৫)।
পরে গ্রেপ্তারকৃত রেজাকুল ইসলাম তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে রবিবার (২০ জুলাই) সকালে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি অতিরিক্ত বন্দুক উদ্ধার করা হয়।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আরেকটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। অভিযানের সময় আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করেছি এবং অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের পর আরও তথ্য বেরিয়ে আসতে পারে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও গুলিগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।