Sunday, July 20, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত, অভিযুক্ত আটক

দিনাজপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত, অভিযুক্ত আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর শহরের কাচারি রেলঘুমটি লাইনপাড় এলাকায় এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মোঃ রায়হান হোসেন (৩২) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক অভিযুক্ত রাজু (৩০) কে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত রায়হান হোসেন দিনাজপুর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম বলেন, “রায়হান হোসেন চা খেতে দোকানে যান। সেখানে কে আগে চা নেবে—এই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজু উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুকে আটক করে।”

আটক রাজু দিনাজপুর পৌরশহরের লাইনপাড় এলাকার বাসিন্দা। তার পিতা মো. আব্দুর সাত্তার। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাজু একজন পরিচিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, রাজু ও তার সঙ্গীদের কারণে ওই এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। তারা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর