মোঃআব্দুল্লাহ আল মামুন (ডোমার) নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় কল্পনা রানী রায় (৪০) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। রোববার সন্ধায় (৬ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত কল্পনা রানী রায় ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের নরেশ চন্দ্র রায়ের স্ত্রী ছিলেন।
ডোমার উপজেলা আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আনসার ও ভিডিপি অস্ত্রবিহীন ১০ দিনের প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ শেষে তিনি অফিসের কাজে মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এ সময়ে ডোমারের সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকার পৌঁছালে রাস্তায় ¯িøপ কেটে ছিটকে পরে তিনি গুরুতর আহত হন।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডোমারে সড়কে প্রান গেল আনসার ভিডিপি কর্মকর্তার
Facebook Comments Box