ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ওসমানপুর বাজারে শাক- সবজ্বিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং করেন, সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসনের নির্দেশনায় তিনি বাজার মনিটরিং করেন। এসময় তার সাথে ঘোড়াঘাট থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ দৈনিক যায়যায়দিনকে বলেন,দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রনে সারাদেশে ট্রার্সফোস গঠন করা হয়েছে।এরই অংশ হিসেবে তিনি মনিটরিং করছেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়,অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে তাদের কে সতর্ক করা হয়।কাউকে কোন জেল-জরিমানা করা হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।