Sunday, May 4, 2025
Homeনীলফামারীনীলফামারীকে মডেল জেলায় পরিণত করা হবে,সঠিক তথ্য দিন

নীলফামারীকে মডেল জেলায় পরিণত করা হবে,সঠিক তথ্য দিন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন- সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুণ, আমরা নীলফামারীকে মডেল জেলায় পরিণত করে দিব। মাদক, জুয়া, অপরাধী, দুস্কৃতিকারীদের সঠিক তথ্য দিন, আমরা তাদের আইনের আওতায় নিব। তিনি আরও বলেন- ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য দিয়ে আমাদের কাছ থেকে সেবা বুঝে নিন। আমি আপনাদের জেলায় সেবা দিতে এসেছি। তিনি গতকাল বুধবার (২৩ অক্টোবর) কিশোরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।

কিশোরগঞ্জ থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আব্দুল কুদ্দুছ প্রমুখ। অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন থেকে রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন সংগঠন, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপস্থিতিদের কাছ থেকে উন্মুক্ত কথা শুনেন এবং তার উত্তর দেন পুলিশ সুপার। পরে তিনি রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর