Sunday, May 4, 2025
Homeদিনাজপুরবিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা

বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত সরকার উন্নয়নের নামে অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে অর্থ লুটপাট করেছে। বিনা প্রয়োজনে রেলস্টেশন স্থাপন করা হয়েছে, রেললাইন বসানো হয়েছে। গোপালগঞ্জে একটা রেললাইন করা হয়েছে, ট্রেনও চলে। কিন্তু ওখানে যাত্রী নাই।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় দিনাজপুরের পার্বতীপুর অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা বলেন “বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। বিনা প্রয়োজনে রেল লাইন স্থাপন করায় প্রয়োজনীয় রুটে রেল সেবার মান বিঘ্নিত হয়েছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেয়া হয়নি ।

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাইজুল কবির খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে রেলস্টেশন তৈরি করা হয়েছে। ১০ হাজার কোটি টাকা ব্যায়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও এখন কোন যানবাহন চলাচল করে না। তাই যাত্রী সেবার মান বৃদ্ধি করতে আগামীতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান।

এসময় উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল আহসান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলের যুগ্ম মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মামুনুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) প্রধান নির্বাহী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর