Tuesday, May 6, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে আগাম আলু ক্ষেতে ব্যাপক মড়ক, হতাশাগ্রস্থ কৃষক

কিশোরগঞ্জে আগাম আলু ক্ষেতে ব্যাপক মড়ক, হতাশাগ্রস্থ কৃষক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আলুু ক্ষেতে ব্যাপক হারে মড়ক দেখা দিয়েছে। ফলে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে কৃষকরা। মড়ক অব্যাহত থাকলে আলু উৎপাদনের লক্ষমাত্রায় অনেকাংশে হ্রাস পাবে বলে তাদের আশস্কা।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে আগাম আলু চাষ হয়েছে ৬ হাজার ৭৮০ হেক্টর জমিতে। এতে আলু উৎপাদনের লক্ষ মাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ১৬০ মেঃ টন ।
সরেজমিনে গিয়ে দেখা যায়- বাহাগীলি ইউনিয়নের উত্তর দুরাকুটি নিতাই ইউনিয়নের ফরুয়াপাড়া ফুলবাড়ীর ডাঙ্গা ,বড়ভিটা ইউনিয়নের মেলাবরের ডাঙ্গা ,পুটিমারী ইউনিয়নের কালিকাপুর , রনচন্ডী ইউনিয়নের কুঠিপাড়ার ডাঙ্গা, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবার ডাঙ্গায় আগাম আলু ক্ষেতে ব্যাপক হারে মড়ক দেখা দিয়েছে। মড়ক প্রতিরোধের ওষুধ একাধিকবার স্প্রে করেও কোন ফল পাচ্ছে না চাষীরা ফলে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে তারা তাদের আলু ক্ষেত।

উত্তর দুরাকুটি গ্রামের চাষী আব্দুস সামাদ, সাজারুল, আনিছুল ও শামীম হোসেন বাবু ব্যাপকহারে আলু মড়কের কথা জানান। এসব কৃষকদের অভিযোগ, আধুনিক পদ্ধতির চাষাবাদের বিষযে তারা কিছু জানে না। কৃষি দপ্তর থেকে তাদের কখনও প্রাথমিক ধারনা কিংবা প্রশিক্ষনের জন্য ডাকা হয়নি। তারা এতোদিনে কৃষি অফিস থেকে কোন পরামর্শ পায়নি।

চাষী আবুল কালাম আজাদ বলেন – আলু লাগানোর পর গাছগুলো লকলক করে বেড়ে উঠছিল। কিন্তু আলুর গুটি ধরার আগেই গাছ গুলো মড়ে যাচ্ছে। প্রতিরোধক স্প্রে ব্যবহার করেও কোন কাজ হচ্ছে না । শুধু খরচ বাড়ছে।
উপজেলা কৃষি অফিসার লোকমান আলম বলেন – এ উপজেলায় সেভেন জাতের আলু চাষ বেশি হয় । এ আলুর বীজ আনেক পুরানো হয়ে গেছে। তাছাড়া একই জমিতে বার বার আলু চাষ করলে রোগ ব্যাধির আক্রমন বেশি হয়। এ কারণে হয়ত আলুর মড়ক লাগতে পারে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর