Tuesday, May 6, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ পালিত

কিশোরগঞ্জে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ পালিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
মসজিদ ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে রাষ্ট্রদ্রোহী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বায়তুন্নুর জামে মসজিদের সামন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে রুপ নেয়। এতে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাইয়ুম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ, বায়তুন্নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রশিদ, মাশায়েক পরিষদের সভাপতি আখতার হোসেন,বাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি ওয়ারেছ আলী প্রমুখ। এ সময় বক্তাগন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার,সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার,ইসকনকে নিষিদ্ধ করা, বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির দাবী জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর