Tuesday, May 6, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে ব্র্যাকের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ব্র্যাকের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ও বেকার যুবক যুবতীদের কর্মদক্ষতা তৈরী করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ব্র্যাকের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

সোমবার সকালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অবহিত করণ সভার আয়োজন করে ব্র্যাক। উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন পেশার ৫০ জন মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে গড়ে তুলে উদ্যোক্তা করতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্র্যাক। ৩ মাসে ১১ টি ট্রেডের উপর প্রতি সপ্তাহে একদিন করে প্রশিক্ষণ নিবেন ২৫ জন উদ্যোক্তা।দুইটি ব্যাচে ৫০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে গড়ে তোলা হবে। এ সময় সাংবাদিক,ব্যবসায়ী,শিক্ষক ও বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি টিকটক পিইটি অনুষ্ঠানের অর্থায়ন করেন। কিশোরগঞ্জ উপজেলা ব্র্যাকের এসোসিয়েট অফিসার বিথীকা রানীর সঞ্চালনায় অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিচ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আখতারুল ইসলাম ও ব্যবসায়ী নেতা রেজাউল করিম রেজা। প্রেজেন্টেশন উপস্থাপনা করেন জেলা ব্যবস্থাপক আরিফুর রহমান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর