পঞ্চগড় প্রতিনিধিঃ অদ্য ৭ ডিসেম্বর রোজ শনিবার ২০২৪ খ্রি. তারিখে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন – এসইউপি, এনডিসি, পিএসসি মহাদয়ের নির্দেশে উত্তরাঞ্চলের চা শিল্পের অংশীজনদের জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত “নিয়ম বহির্ভূত চা বিক্রয় রোধ, চা উৎপাদনের সঠিক তথ্য প্রাপ্তি ও সরকারের রাজস্ব আহরণ নিশ্চিতকরণের লক্ষ্যে ইনোভেশন কার্যক্রমের আওতায় উদ্ভাবিত ‘টি-সফট’ www.teasoft.com.bd নামক সফটওয়্যার/মোবাইল অ্যাপ” ব্যবহারের নিমিত্তে হাতেকলমে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমনিরহাট এর চা বোর্ড আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা আরিফ খান। পঞ্চগড় টিটিসি প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণশালায় অংশগ্রহণ করেন পঞ্চগড় জেলার চা কারখানা, চা ওয়্যাহাউজ ও চা ব্রোকার্সগণের প্রতিনিধি। হাতে কলমে টি-সফ্ট এর মাধ্যমে চায়ের সকল ধরনের ইনভেন্টরী সিস্টেম ও ডেসপাস (বিপননের জন্য ওয়্যারহাউজ এ চা পাঠানো) সিস্টেম সহ সব ধরনের রিপোর্টিং এর প্রশিক্ষণ বুঝে দেওয়া হয়। যার মাধ্যমে এখন থেকে চায়ের সব রকম তথ্য ও ওয়্যারহাউজিং সিস্টেম সমূহ ই-ইনভয়েস এর মাধ্যমে জেনারেট হবে। এবং চায়ের সকল রকম তথ্য সফ্টওয়ারের ডাটাবেইজ এ সংরক্ষণ থাকবে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুন ও রেবনাল গ্লোবাল লিমিটেড এর প্রধান নির্বাহি সাইদুর রহমান। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইয়্যাদুল হক, খামার ব্যবস্থাপনা মোঃ যায়েদ ইমাম সিদ্দিকী ও প্রায় ২৫ টি চা কারখানা, চা ওয়্যাহাউজ ও চা ব্রোকার্সের প্রতিনিধিবৃন্দ।
উল্ল্যেখ যে, পঞ্চগড় সহ সমতলের চা শীল্পের নানা বিরজমান অবস্থা ও চোরাচালান রোধে বাংলাদেশ চা বোর্ড এর চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি মহাদয়ের নির্দেশনায় বাংলাদেশ এই প্রথম চায়ের ডেসপাস ও রিপোর্টিং এ ডিজিটাল সিস্টেমে রুপান্তিত হল।