Wednesday, May 7, 2025
Homeদিনাজপুররেললাইন থেকে যন্ত্রাংশ চুরির সময় আটক ১

রেললাইন থেকে যন্ত্রাংশ চুরির সময় আটক ১

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে রেললাইনের যন্ত্রাংশ (লোহা) চুরি করার সময় জোবায়ের হোসেন (২৩) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের ৩০৮ নম্বর রেলব্রিজের কাছ থেকে তাঁকে আটক করা হয়।

জোবায়ের ফুলবাড়ী স্টেশন পাড়ার বাসিন্দা। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি ভাঙারির দোকান থেকে ১১টি ইআরসি প্যান্ডেল ক্লিপ ও সাতটি কভার বক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি চুরির মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী শেখ আল আমিন। তিনি বলেন, ওই স্থানে এর আগে আরও ৩৭২টি প্যান্ডেল ক্লিপ ও কভার বক্স চুরি হয়েছে। এতে রেল দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। রেললাইনে মেরামত কাজ করতে এসে চোরকে হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, সরকারি সম্পত্তি চুরির অপরাধে রেলওয়ে আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার ইসরাফিল বলেন, রেল কর্তৃপক্ষ ১১টি ইআরসি প্যান্ডেল ক্লিপ ও ৭টি কভার বক্স উদ্ধারসহ একজনকে আটক করেছে। রেলের ওইসব যন্ত্রাংশ খুলে নেওয়ার কারণে ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, আটক ওই যুবকসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর