অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৮ লাখ টাকার মুল্যের গাঁজা-ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মাদক উদ্ধারসহ ১৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীর বিরদ্ধে বাদী হয়ে ১২৬ টি মাদক মামলা দায়ের করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বিষয়টি ফুলবাড়ী অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলাকে ভয়াবহ মাদকের কড়াল গ্রাস থেকে মাদক নিয়ন্ত্রণ করতে থানা পুলিশ ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে । ফুলবাড়ী থানা পুলিশের কট্টর পরিশ্রমে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১২৬ টি মামলাসহ ১৩৯ জন মাদককে হাতেনাতে গ্রেফতার করেছে।
ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকাসহ উপজেলা জুড়ে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০২৪ সালের ১ লা জানুয়ারী থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে মাদকদ্রব্য গাঁজা ২৮১ কেজি ৭০ গ্রাম, ফেন্সিডিল ১ হাজার ৩৬৬ পিস, ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ৪৫৯ পিস, মদ ২৮ বোতল ও স্ক্যাপ সিরাপ ১ হাজার ৪৬৩ পিস,হেরোইন ১১ গ্রাম ও ট্যাপেন্টাডল ৯৯ পিস জব্দ করা হয়েছে। এ সময় ১৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ১২৬ জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
গত এক বছরে ফুলবাড়ী থানা পুলিশ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করায় বিভিন্ন মহলে ফুলবাড়ী পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, প্রতিদিনই আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে ও চলবে। তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষগুলো যদি পুলিশ বাহিনীকে সহযোগিতা করে এবং দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী যদি মাদকসহ অবৈধ পণ্য সামগ্রী প্রবেশের ব্যাপারে তৎপর হয়, তাহলে ফুলবাড়ীসহ বাংলাদেশের অভ্যন্তরে মাদকসহ অন্যান্য মালামাল প্রবেশ শূন্যের কোঠায় আসবে। তবেই মাদক চোরাচালান ও মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী চিরতরে নির্মূল করা সম্ভব হবে বলে জানান তিনি।