Wednesday, May 7, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধের পা বিচ্ছিন্ন

কিশোরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধের পা বিচ্ছিন্ন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ, (নীলফামারী)  প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ থানা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিয়াজউদ্দিন(৭০) নামে এক ব্যক্তির পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। রিয়াজউদ্দিন পুটিমারী ইউনিয়নের ভেরভেরী গ্রামের জছেরউদ্দীনের ছেলে। রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় এ ঘটনা ঘটে।

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

প্রত্যক্ষদর্শী জানায়- থানা মোড়ে পান খেয়ে রিয়াজ উদ্দিন বাইসাইকেলে করে রাজিবের দিকে যাওয়ার সময় পাশ দিয়ে একটি আলু বোঝাই ট্রাক যাচ্ছিল।রিয়াজ উদ্দিন বাইসাইকেল থেকে পড়ে গেলে ট্রাকটি তার ডান পায়ের উপরে চাকা তুলে দিলে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাপক রক্তপাত ও পায়ের বিচ্ছিন্ন অংশ রাস্তায় দেখা যায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করালে অবস্হা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎস তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ট করেন। এ ঘটনায় উপস্থিত লোকজন ট্রাকটি আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়- প্রচুর রক্তপাত ও পা বিচ্ছিন্ন হওয়ায় আমরা তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেল কলেজে রেপার্ট করেছি।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানায়- ট্রাকের চাকায় এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক রয়েছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর