Friday, May 2, 2025
Homeদিনাজপুরহিলি সীমান্তে রেললাইনের ব্রিজ সংস্কার কাজে বিএসএফ'র বাধা

হিলি সীমান্তে রেললাইনের ব্রিজ সংস্কার কাজে বিএসএফ’র বাধা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি(দিনাজপুর):

দিনাজপুরের হিলি সীমান্ত ঘেঁষে বয়ে চলা রেললাইনের ব্রিজের সংস্কার কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বাধায় বন্ধ হয়ে গেছে।  ইতিপূর্বে অনুষ্ঠিত হওয়া বিজিবি বিএসএফ’র নিয়মিত সীমান্ত বৈঠকে রেলের সংস্কার কাজ চলমান থাকার সিদ্ধান্ত থাকলেও তা মানছেনা সীমান্তের বিএসএফ।

বিএসএফের বাধার কারণে গেলো কয়েকদিন ধরে সংস্কার কাজ বন্ধ রয়েছে। এঘটনায় বিজিবি-বিএফএফের মধ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও আমলে নিচ্ছেনা বিএসএফ। সবশেষ গতকাল শনিবার কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। এসময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানায় বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে হিলি রেলকর্তৃপক্ষ জানায়, সীমান্তর পাশদিয়ে বয়ে চলা রেললাইনের একটি ব্রীজের নিচের অংশে পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কতৃপক্ষ। এজন্য সেখানে ইট বালু সিমেন্ট দিয়ে ব্রীজের সংস্কার কাজ শুরু করা হয়। কাজ শুরুর কয়কে ঘন্টার মাথায় বিএসএফ সদস্যরা তাতে বাধা দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা হয়।

সে মোতাবেক আবারো বিজিবির পক্ষ থেকে রেল কতৃপক্ষকে কাজ শুরুর কথা বলা হয়। শনিবার রেল কর্তৃপক্ষ কাজ পুনরায় কাজ শুরু করলে বিএসএফ সদস্যরা আবারও এসে বাধা দেয়। বর্তমানে ব্রিজের সংস্কার কাজ বন্ধ রয়েছে।

এদিকে সংস্কার কাজে বাধা দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর