Thursday, May 1, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ

ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মামলার আসামিকে আটকের পর মোটা অংকের ঘুষ আদায় করে ছেড়ে দেওয়া এবং টাকার জন্য নিরপরাধ মানুষকে তুলে নিয়ে মামলায় ফাঁসানোসহ বিভিন্ন অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সদর থানায় যোগদানের ৫ মাসের মাথায় স্ট্যান্ড রিলিজ হলেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) তাকে স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

তিনি জানিয়েছেন, শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর ডিআইজি আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে রংপুরে বদলি করা হয়েছে।

এদিকে ওসি শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করার খবর ছড়িয়ে পরার পর সদরের আকচা, সালন্দরসহ বেশ কয়েকটি স্থানে মিস্টি বিতরণের খবর পাওয়া গেছে।

স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, যোগদানের মাত্র কয়েক মাসের মধ্যেই শহিদুর রহমান সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন। রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা থাকায় যে কাউকে ধরে নিয়ে এসে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দিতেন। বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ছেড়ে দিয়েছেন তিনি।

শুধু তাই নয় আরও অভিযোগ রয়েছে, কলেজ পড়ুয়া ছাত্রীর পারিবারিক বিষয়ে সমাধান টানতে গিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়ে সমাধান দেননি ওই ওসি। কারণ হিসেবে জানা গেছে, অপর পক্ষের কাছে টাকার পরিমাণ বেশি নিয়ে তাদের পক্ষে কাজ করেছেন তিনি। এ নিয়ে থানায় দ্বন্দ্বও হয়।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর