রংপুর নিউজ ডেস্কঃ
খুলনায় সুমন মোল্লা (৪২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লা উপজেলার পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে জামিরা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন মোল্লা। মোটরসাইকেল নিয়ে তিনি পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা তার গতিরোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময় সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধানখেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করেই মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থল থেকে সুমন মোল্লাকে ধানখেত থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, হত্যাকারীদের আটক করতে সম্ভাব্য স্থানে পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, সুমন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য। যারা তাকে গুলি করেছে তারাও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।