Saturday, May 3, 2025
Homeদিনাজপুরবিরামপুরে সেনাবাহিনীর ছদ্মবেশে ছিনতাইচেষ্টা আব্দুল কাদের ওরফে রোমান গ্রেফতার

বিরামপুরে সেনাবাহিনীর ছদ্মবেশে ছিনতাইচেষ্টা আব্দুল কাদের ওরফে রোমান গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল বিরামপুর (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিমোড় এলাকায় সেনাবাহিনীর ছদ্মবেশে ছিনতাইচেষ্টার অভিযোগে আব্দুল কাদের ওরফে রোমান (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে বিরামপুর উপজেলার কসবা সাগরপুর গ্রামের বাসিন্দা। সোমবার (২২ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে ধরে ফেলা হয়। আটকের সময় তার দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (ভুয়া আইডি কার্ড) এবং একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করে। পুলিশ ধারণা করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা এই ছদ্মবেশ ধারণ করেছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিরামপুর থানায় ছিনতাইচেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণের অভিযোগে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর