এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে তারাগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ সচেতন নাগরিকবৃন্দ।
তারাগঞ্জ উপজেলার মহাসড়কটিতে দিন দিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এ উপজেলার সাধারণ লোকজন এ মানববন্ধনের আয়োজন করেন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে ১ ঘণ্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে জোর দাবি করেন। এ মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ গাড়ির চালকদের বেপরোয়া যানবাহন চালানো বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। আরও বলেন, এ মহাসড়কের পাশে যেসব অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ করতে হবে। গুরুত্বপূর্ণ জায়গায় যেসব স্থানে লোকের সমাগম বেশি সে সব জায়গায় রোড ডিভাইডার ও বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় উড়াল সেতু স্থাপনের দাবি জানান।
এসময় উপস্থিত মিঠুন মাহমুদ বলেন, আমাদের তারাগঞ্জ উপজেলার এ মহাসড়কটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অনেক মায়ের বুক খালি হচ্ছে। প্রায় ১ মাস আগে আমাদের বেলতলি মেডিকেলে আমাদের পার্শ্ববর্তী জোতপাড়া গ্রামের সবুজ আলী নামের একজন এখানে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার ছোট ছোট ২ টি ছেলে রয়েছে। সবুজই ছিলো পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন পথে বসেছে। আজ থেকে প্রায় ২ দিন আগে আবার একই স্থানে আমাদের পাশের গ্রামের আর একজন ছাগলের ব্যবসায়ী নিহত হন। তাই দ্রুত আমাদের দাবি সমূহ পূরণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।