Friday, May 2, 2025
Homeদিনাজপুরঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ

ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ রেজাউল করিম স্বাধীন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের চরকাই রেঞ্জের ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা জবরদখল মুক্ত করেছে বন বিভাগ।

শুক্রবার ( ২৫) এপ্রিল দুপুরে উপজেলার ভাদুরিয়া বিটের মাহমুদপুর মৌজায় বিরামপুর চরকাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা জবরদখল মুক্ত অভিযান পরিচালনা করেন ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী।

বন বিভাগ সূত্রে জানা যায় , চরকাই রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর মৌজায় ঐতিহাসিক এই দারোগা বাগানে ১৫০ বছর পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ থেকে ৩০০ টি উন্নত জাতের আম গাছ নিয়ে এসে রোপণ করেন নবাবগঞ্জ থানার তৎকালীন একজন হিন্দু দারোগা । তখন থেকেই বাগানটি দারোগার বাগান নামে পরিচিত পাই। সেই বাগানে একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৩ একর জায়গা জবরদখল করে কলার বাগন করে।সেখানে অভিযান চালিয়ে জবরদখল মুক্ত করে বন বিভাগ।

জানতে চাইলে ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চক্র দারোগা বাগানের ৩ একর জায়গা জবরদখল করে সেখানে কলার বাগান করেছিলেন। সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে ৩ একর জায়গা জবরদখল মুক্ত করা হয়েছে। বনের জায়গা উদ্ধার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে ভাদুরিয়া বিটের ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাত সহ বন বিভাগের সকল সদস্যরা সহযোগিতা করেন। দখলমুক্ত এসব জায়গায় বরাদ্দ সাপেক্ষে সামাজিক বনায়ন প্রজেক্টের মাধ্যমে হরেক প্রজাতির দেশি গাছের বাগান করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর