Thursday, May 1, 2025
Homeদিনাজপুরঘোড়াঘাটে আদিবাসি উন্নয়ন সংস্থার নতুন কমিটির শপথ

ঘোড়াঘাটে আদিবাসি উন্নয়ন সংস্থার নতুন কমিটির শপথ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসি উন্নয়ন সংস্থার নব নির্বাচিত সভাপতি লুইস মুরমু,সাধারন সম্পাদক মাইকেল হেমরম ও কোষাধ্যক্ষ মাইকেল মার্ডিসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে নির্বাচন কমিশন আদিবাসী উন্নয়ন সংস্থার আয়োজনে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা মাইকেল টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন,ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান।

আরও উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা সহকারি নির্বাচন কমিশনার অনীল মার্ডী, আলোইশিউস হাঁসদাসহ অনেকে।

শপথ গ্রহণ শেষে উপজেলা পরিষদ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে একটি আনন্দ র‍্যালি বের হয়। পরে আনন্দ র‍্যালিটি আদিবাসী উন্নয়ন সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর