Thursday, May 1, 2025
Homeদিনাজপুরসাবেক এমপির বাড়ি থেকে ২ হাজার পিস ইয়াবাসহ চার নারী ছয় পুরুষ...

সাবেক এমপির বাড়ি থেকে ২ হাজার পিস ইয়াবাসহ চার নারী ছয় পুরুষ আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ

অসামাজিক ও অবৈধ কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে চার নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টার সময় শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি থেকে ‘মেডিসিন মার্ট’র স্বত্বাধিকারী আহম্মেদ তানভির হুদা সুষমসহ ছয় পুরুষ ও চার নারীকে আটক করা হয়।

আটকরা হলেন মেডিসিন মার্টের স্বত্বাধিকারী আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), মো. পারভেজ আলম রাজু (২১), বিষ্ণু রায় (২৬), শামিম হোসেন (৪৫), রুবেল ইসলাম (৩৫), জবা চৌধুরী সারা (১৮), রিমি বেগম (২৩), মনি আক্তার (১৮) ও মোছা. নিলিমা ইসলাম (১৯)।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, আটকদের কাছ থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি মোটরসাইকেল, ছয়টা স্মার্টফোন এবং দুটা বাটন ফোনসহ মাদক বিক্রির নগদ ১ লাখ ১২ হাজার টাকা পাওয়া গেছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বিকারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর