গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লাইসেন্স বিহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রির দায়ে এক লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ নুর-এ আলম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সোমবার বিকেল ৫ টায় উপজেলার বিভিন্ন মুদির দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাহিলি বাজার ও জালালপুর গ্রামের বিভিন্ন মুদির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজনা সৃষ্টিকারী জিংসিং, লায়ন সিরাপ উদ্ধার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত চালিয়ে মোট ৭ টি মামলায় ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Facebook Comments Box