এনামুল মবিন(সবুজ) দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে শিশু ধর্ষনের অভিযোগে শিশুটির মা বাদি হয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ আইনে করা মামলায় পুলিশ এক ধর্ষককে আটক করেছে।
মামলার এজাহারে জানা গেছে, গত ২০ এপ্রিল বিকেলে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিঘারণ গ্রামের বড় জুম্মা পাড়ার জনৈক ব্যাক্তির শিশু কন্যা (৯) কে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববতি নেপিয়ার ঘাস ক্ষেতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিবেশি নজরুল ইসলাম (৫০) নজু ধর্ষন করে। ওইদিন সন্ধায় শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করে তার মাকে সব জানালে ঘটনাটি জানাজানি হয়। এরপর ধর্ষক ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকে। ওইদিন রাতে শিশু অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হলে এক সপ্তাহ পর পুলিশ গত কাল রাতে ধর্ষক নজরুল ইসলাম নজুকে আটক করে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আঃ ওয়াদুদ জানান, এ ঘটনায় ওই শিশুটির পরিবারকে থানায় নিয়ে এসে তার মাকে বাদি করে গত ২৬ এপ্রিল শনিবার রাতে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ আইনে একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরো বলেন,আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটিকে প্রয়োজনীয় ডাক্তারী পরিক্ষার জন্য দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তিতে আরো অধিকতর তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।