Friday, May 2, 2025
Homeলালমনিরহাটলালমনিরহাটে ট্রেন চালুর দাবিতে টানা ৮ দিন থেকে সড়ক অবরোধ

লালমনিরহাটে ট্রেন চালুর দাবিতে টানা ৮ দিন থেকে সড়ক অবরোধ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধিঃ

বুড়িমারী থেকে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে দূর পাল্লার বাস-ট্রাক আটকে সড়কপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা । তবে ছোট ছোট যান চলাচল অব্যাহত রয়েছে ।
সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে অবরোধ করছেন অবরোধকারীরা । এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়া গত রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে হাতীবান্ধা মেডিকেল মোড়ে অবস্থান নিয়ে সারা রাতভর গানবাজনা করে অবরোধ করে অবরোধকারীরা । তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবেন বলে জানিয়েছেন তারা ।

এদিকে গত ২১ এপ্রিল থেকে টানা ৮ দিন হাতীবান্ধা-পাটগ্রামে সড়কপথ ও রেলপথ অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে চার উপজেলায় ট্রেন চলাচল বন্ধ আছে । এদিকে আজ পাটগ্রাম উপজেলায়ও অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করছে স্থানীয়রা ।
অবরোধকারীরা জানান, বুড়িমারী নামে নামকরণ হলেও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় না । পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার মানুষের দাবি অতি দ্রুত বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচল করতে হবে । যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে ।

অবরোধে বক্তব্য রাখেন বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল, আব্দুর রাজ্জাক সবুজ, ফিরোজ হোসেন, শামসুল আলম বুলেট প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের ১২ মার্চ জেলার বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করেন আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ । উদ্বোধনের ১১ মাস পেরিয়ে গেলেও সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না। এরই প্রতিবাদে অবরোধ কর্মসূচি দিচ্ছেন স্থানীয়রা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর