Thursday, May 1, 2025
Homeরংপুরপীরগাছায় থানা পুলিশের অভিযানে ৪ মাদককারবারি আটক

পীরগাছায় থানা পুলিশের অভিযানে ৪ মাদককারবারি আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর এলাকায় ইটভাটার সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ছাওলা ইউনিয়নের জিগাবাড়ী এলাকার মজিদুল শিকদারের ছেলে আশিক শিকদার(২৫),হরিরাম এলাকার আব্দুল গফুরের ছেলে রাসেল মিয়া (২৭),মন্টু মিয়ার ছেলে সোহেল রানা(২৩),মৃত- নুর আলম মিয়ার ছেলে কিরন মিয়া(২৪)। তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি চৌকস দল পীরগাছা থানা এলাকায় রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর ইটভাটার সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ চার মাদককারবারীকে আটক করে। তাদের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পীরগাছা থানা পুলিশের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর