Thursday, May 1, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ইউনিফর্ম বিতরণ

ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ইউনিফর্ম বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সোহেল তানভির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, ঝড়ে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে সদর উপজেলার ফাড়াবাড়ি এলাকার দক্ষিণ বঠিনা হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশে বিদ্যালয়ের নাম সম্বলিত ১শ শিক্ষার্থীদের মাঝে জুতাসহ ইউনিফর্ম বিতরণ করা হয়।

ঐ বিদ্যালয়ের ১শ শিক্ষার্থীর মাঝে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে ড্রেস এবং সহকারী শিক্ষিকাদের নিজস্ব অর্থায়নে জুতা বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রথীন্দ্রনাথ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

মা সমাবেশে বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার বিষয়ে অভিভাবকদের মতামত নেওয়া হয় এবং বিদ্যালয়ের ঘাটতি ঘাটতি সম্পন্নসহ বিদ্যালয় ও শিক্ষার মানোন্নয়নে বিশদ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর