মোঃ রেজাউল করিম স্বাধীন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা সর্বস্তরের শ্রমিক সংগঠনের আয়োজনে নবাবগঞ্জ ডাকবাংলা থেকে শ্রমিক দিবসের র্যালি বের হয়, উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলা চত্বরে নবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সায়েম রিপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক,২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, নবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,যুবদলের সদস্য সচিব মশিউদ-দৌলা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক নেতা রাজুসহ অনেকেই বক্তব্য দেন।
সভায় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
Facebook Comments Box