গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মহান মে দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে জামায়াতের অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মেহনতি শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় গরীব অসহায় শ্রমিকদের প্রাথমিক কিছু ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ মে) দুপুর বারোটারয় হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলায় এই প্রথম মহান মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ পেয়ে খুশি শ্রমিকরা।
ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া শ্রমিক সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আমি খুব খুশি।
ডাঃ মোঃ মোফাখখায়রুল ইসলাম (মারুফ) বলেন, মহান মে দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শ্রমিকদের চিকিৎসা সেবা দিচ্ছি। এখানে প্রাথমিক কিছু ঔষধ ও ফ্রি দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম।
উল্লেখঃ এর আগে মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।