Thursday, May 1, 2025
Homeদিনাজপুরবিরামপুরে আন্তর্জাতিক মে দিবস উদ্‌যাপন

বিরামপুরে আন্তর্জাতিক মে দিবস উদ্‌যাপন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে বৃহস্পতিবার (১মে) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস ২০২৫। “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় নানা কর্মসূচি।

সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন স্থানীয় শ্রমিক নেতা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি। তারা বলেন, শ্রমিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বক্তারা আরও বলেন, শ্রমিকের ঘামে নির্মিত হয় সভ্যতা, তাই তাদের প্রতি সম্মান দেখানো ও অধিকার নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছিলেন। ওই আন্দোলনে বহু শ্রমিক প্রাণ হারান। তাদের স্মরণে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর