Thursday, May 1, 2025
Homeলালমনিরহাটকালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ।

অভিযুক্ত মনিরুল ইসলাম দলগ্রাম মাস্টারপাড়া এলাকার আতোয়ার রহমানের ছেলে । বুধবার (৩০ এপ্রিল) উপজেলার দলগ্রাম ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ মে) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে। মামলার পর পলাতক রয়েছেন আসামি মনিরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১০টায় বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন । এ সময় তার পরিবারের সদস্যরা বাড়ির পাশে হাঁস তাড়াতে গেলে সুযোগ বুঝে একই এলাকার মনিরুল ইসলাম ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে । পরে বাড়ির লোকজনের উপস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মনিরুল ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সেলিম মালিক জানায়, অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর