মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। সোমবার (৫ মে) দিনব্যাপী ‘এ’ ইউনিটের পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ দিন ‘এ’ ইউনিটে মোট ২৫ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৭৯.৬ শতাংশ। আগামী ৮ মে পর্যন্ত চলবে অন্যান্য ইউনিটের পরীক্ষা।
ভর্তি পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। তাঁর সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক এবং জনসংযোগ শাখার কর্মকর্তারা।
পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মেডিকেল সেবা, পানির বোতল, বিশ্রামের স্থান, তথ্যকেন্দ্র, সিট প্ল্যান, রোডম্যাপসহ সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে।” তিনি আরও জানান, জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সহায়তায় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের আঁকা আলপনা, চিত্রাঙ্কনসহ ছিল স্বাগত পরিবেশ। পরীক্ষার্থীদের জন্য খাবার স্যালাইন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ওষুধ ও প্রয়োজনীয় তথ্যসেবা প্রদান করা হয়েছে।
এ বছর মোট ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) বিভাগে ২ হাজার ৩৯৪ জন, ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) বিভাগে ৪ হাজার ৪৫৬ জন এবং ‘সি’ ইউনিটে (অন্য শাখা) আরও ১৮ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠন পরীক্ষার্থীদের সহযোগিতায় মেডিকেল সহায়তা, পানীয়, ছায়াযুক্ত বসার স্থান, ছাত্রী হলে রাত্রিযাপন ব্যবস্থাসহ বিভিন্ন মানবিক উদ্যোগ নেয়।