Wednesday, May 7, 2025
Homeখেলাধুলামারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

মারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

স্পোর্টস ডেস্ক:
মারা গেলেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, সেন্টার ব্যাক লুইস গালভান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে গালভানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, এই শোকাবহ সময়ে এএফএ গালভানের পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

১৯৭০ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা গালভান দীর্ঘ ১৭ বছরের ফুটবলজীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব ফুটবলে। খেলোয়াড়ি জীবনের শুরু অ্যাটলেটিকো তাইয়েরেসের যুব দলে হলেও পরে ক্লাবটির সিনিয়র দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের আরও কয়েকটি ক্লাবের হয়ে খেলার পাশাপাশি শেষ দিকে বলিভিয়ার ক্লাব বলিভারেও খেলেছেন তিনি। ১৯৮৭ সালে শৈশবের ক্লাব তাইয়েরেসেই ক্যারিয়ারের ইতি টানেন এই ডিফেন্ডার।

আন্তর্জাতিক মঞ্চে গালভানের অভিষেক ১৯৭৫ সালে। ওই বছর প্যান আমেরিকান গেমসে আর্জেন্টিনার হয়ে খেলেন তিনি। এরপর ১৯৭৮ সালের বিশ্বকাপে দানিয়েল পাসারেলার সঙ্গে ডিফেন্সের কাঁধে কাঁধ মিলিয়ে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ে মুখ্য ভূমিকা রাখেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালেও একাদশে ছিলেন গালভান।

স্পেন বিশ্বকাপেও (১৯৮২) জাতীয় দলে সুযোগ পান তিনি। দেশের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গালভান জাতীয় দলকে বিদায় জানান ১৯৮৩ সালে। ক্লাব ক্যারিয়ারে শুধু তাইয়েরেসের হয়েই খেলেছেন রেকর্ড ৫০৩ ম্যাচ।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর