Home দিনাজপুর দিনাজপুর বিআরটিএ অফিসে দুদকের হানা, দুই জনের কারাদণ্ড

দিনাজপুর বিআরটিএ অফিসে দুদকের হানা, দুই জনের কারাদণ্ড

দিনাজপুর বিআরটিএ অফিসে দুদকের হানা, দুই জনের কারাদণ্ড

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে কম্পিউটার দোকানের দুই মালিককে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘ফাতেমা কম্পিউটার’-এর আবেদিন হাসান (৩০) ও ‘ফারুক কম্পিউটার’-এর মালিক মুন্না ইসলাম (৩৫)-কে কারাদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে বিআরটিএ অফিসের সিলযুক্ত নথিপত্র উদ্ধার করা হয়।

দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, সিভিল পোশাকে অনুসন্ধানে দেখা যায়—বিভিন্ন কম্পিউটার দোকানে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। ভুয়া কাগজপত্রসহ নথি তৈরির মাধ্যমে দালালচক্র সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

বিআরটিএর মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, দালালমুক্ত অফিস গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here