Friday, May 9, 2025
Homeদিনাজপুরভারত-পাকিস্থান যুদ্ধ, হিলি স্থলবন্দরে স্বাভাবিক আমদানি-রপ্তানি কর্যক্রম

ভারত-পাকিস্থান যুদ্ধ, হিলি স্থলবন্দরে স্বাভাবিক আমদানি-রপ্তানি কর্যক্রম

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
ভারত-পাকিস্থান যুদ্ধে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে কোন প্রভাব পড়েনি, পূর্বের ন্যায় স্বাভাবিক রয়েছে বন্দরের কার্যক্রম। সেই সাথে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

খাগড়াছড়ি, কুড়িগ্রামসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন ঘটালেও হিলি সীমান্তে
এখন পর্যন্ত কোন পুশইনের কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বিজিবি। তবে সীমান্তে পুশইন ঠেকাতে বাড়তি নজরদারীর পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছেন সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে ভারত ও পাকিস্থানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দু’দেশের মধ্যে এমন ঘটনা ঘটলেও পরদিন বুধবার সকাল থেকে যথারীতি হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। প্রতিদিন ৪০-৫০ গাড়ি পন্য আমদানি-রফতানি হয়ে থাকে। সেই ধারা অব্যহত রয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, ভারত-পাকিস্থান যুদ্ধের কোন প্রভাব পড়েনি চেকপোস্টে। যাত্রী পারা পর স্বাভাবিক রয়েছে। গত দুই দিনে ২৮২ জন পাসপোর্ট ধারী যাত্রী আসা-যাওয়া করেছে।

এখন পর্যন্ত সীমান্তে পুশইনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল আরিফুদ
দৌল্লা জানান, সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে দায়িত্বরত বিজিবি সদস্য।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর