Saturday, May 10, 2025
Homeসারাদেশকামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজঃ
রাজধানীর কামরাঙ্গীরচরের স্বর্ণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে মো. মাসুম হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি ছাড়াও মাসুমের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলা আছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিষয়ে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাসুম কামরাঙ্গীরচর এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিতেন। তাঁদের কাছে চাঁদা দাবি করতেন। এতে এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী ইতিমধ্যে ভয়ে বিভিন্ন সময় মাসুমকে ৫০ হাজার টাকা চাঁদা দেন। অন্য স্বর্ণ ব্যবসায়ীরাও ভয়ে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার অভিযান চালিয়ে পুরান ঢাকার বংশালের কসাইটুলী চাঁদ মসজিদ এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করে কামরাঙ্গীরচর থানা-পুলিশ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর