আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি শহরে শনিবার সকালে পাকিস্তানের গোলাবর্ষণে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অপারেশন সিন্দুরের পর জম্মু ও কাশ্মীরের বেসামরিক এলাকাগুলোতে পাকিস্তানের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতের নাম রাজ কুমার থাপ্পা। তিনি ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলের অন্যান্য অংশে বেসামরিক এলাকা লক্ষ্য করে পাকিস্তানের হামলায় জম্মু ও কাশ্মীরের ঊর্ধ্বতন সরকারি এক কর্মকর্তা নিহত হয়েছেন। অপারেশন সিন্দুরের পর জম্মু ও কাশ্মীরের বেসামরিক এলাকা লক্ষ্য করে পাকিস্তানের এ হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
এদিকে ওই সরকারি কর্মকর্তার নিহতের তথ্য নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করার জন্য তার কাছে কোনো ভাষা নেই। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ওই কর্মকর্তা আমার সঙ্গে একটি অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ওমর আব্দুল্লাহ লিখেছেন,‘গতকালই উপ-মুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় তিনি যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।
প্রতিবেদনে দেওয়া একটি ভিডিওতে দেখা গেছে, জম্মুর বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে পাকিস্তানের হামলা চালানোর পর সেখানকার একটি গ্রামের এক বাড়ির কিছু অংশ উড়ে গেছে। গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।